আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

লামায় ভুয়া জন্মসনদ দিয়ে স্ত্রীকে ভোটার করার চেষ্টার অপরাধে এক ইউপির সদস্যের বিনাশ্রম কারাদণ্ড

বেলাল আহমদ, লামা (বান্দরবান): | প্রকাশের সময় : সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:৪০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলায় ভুয়া জন্মসনদ দিয়ে স্ত্রীকে ভোটার করার চেষ্টার অপরাধে এক ইউপির সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে লামা নির্বাহী ম্যাজিস্টেট। 

 

জানাযায় সোমবার (১৭ ফেব্রুয়ারি)রাত ৮টার দিকে  সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার ভুয়া জন্মসনদ তৈরি করে তার স্ত্রীকে হালনাগাদ ভোটার করার চেষ্টা করেন। বিষয়টি ভুয়া প্রমানিত হওয়ায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২ (২) ধারা মোতাবেক আব্দুল জব্বার মেম্বারকে মোবাইল কোর্ট করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মঈন উদ্দিন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার তার স্ত্রীকে ভোটার করতে আসে তার আবেদন টি সন্দেহ হলে জন্মসনদ যাচাই করে ভুয়া প্রমানিত হলে তাকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।