আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

থানচিতে তরুণদের উৎসবের পিঠা উৎসব অনুষ্ঠিত

থানচি (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৩৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

"এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই"  স্লোগানে বান্দরবানের থানচিতে দেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে, উপজেলা মহিলা বিষয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। 

পিঠা উৎসবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী ও থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজাহিদ হোসেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার জমির উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম প্রমুখ।

এসময় তরুণদের উৎসব উপলক্ষে পিঠা উৎসব স্টলে অংশগ্রহণ করেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী বকুলি মারমা, বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এনজিও প্রকল্প সমন্বয়ক ফেশল চাকমা ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এনজিও প্রতিনিধি কোওয়াইসাংমা মারমা। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।