আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সন্ত্রাস, মাদকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Author Thedaily Shangu | প্রকাশের সময় : বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৩৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫: যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সন্ত্রাস, মাদকবিরোধী নৈতিকতা অবক্ষয় এবং বিপথগামীতা রোধে যুব সমাজের ভূমিকা বিষয়ক এক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী হাজী ক্যাম্পে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জনাব খোন্দকার জাকির হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্য

 

প্রধান অতিথি জনাব খোন্দকার জাকির হোসেন বলেন, “যুব সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা না পেলে তারা সহজেই সন্ত্রাস ও মাদকের করাল গ্রাসে পড়তে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যুবকদের সচেতন করতে চাই, যাতে তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।”

 

বিশেষ অতিথিদের বক্তব্য

 

বাংলাদেশ পুলিশের পুলি ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI) চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার জনাব আবু জাফর মোঃ ওমর ফারুক বলেন, “সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। যুবকদের এ বিষয়ে সচেতন করতে পারলেই দেশ থেকে অপরাধ কমানো সম্ভব।”

 

সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক জনাব মোঃ কামরুল পাশা ভূঁইয়া বলেন, “নৈতিকতা অবক্ষয় ঠেকাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা দরকার। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে হলে তাদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে।”

 

অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) জনাব মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে।”

 

যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের আইসিটি বিভাগের কোর্স কো-অর্ডিনেটর জনাব ভবতোষ দেবনাথ বলেন, “তরুণদের জন্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরিহার্য। তারা যদি সঠিকভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার শিখতে পারে, তবে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।”

 

জাতীয় যুব পদকপ্রাপ্ত সংগঠক জনাব মোঃ সফিউল বশর বলেন, “যুবকদের সুসংগঠিত করে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারবে।”

 

হাতিয়া যুব কল্যাণ সোসাইটির সেক্রেটারি জনাব সাইফুল্লাহ মনির বলেন, “যুবসমাজ দেশের উন্নয়নের চালিকাশক্তি। কিন্তু তারা যদি মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের শিকার হয়, তাহলে দেশও পিছিয়ে পড়বে। আমাদের যুব সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, যেন তরুণরা গঠনমূলক কাজে নিজেদের যোগ্য করে তুলতে পারে। পরিবার, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও সচেতন যুবসমাজ গড়ে তোলা সম্ভব।”

 

সভাপতির বক্তব্য

 

সভাপতির বক্তব্যে পাহাড়তলী ইউনিট থানা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ জাহান উদ্দিন বলেন, “সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় সচেষ্ট। আমাদের মূল লক্ষ্য যুবকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

 

এই প্রশিক্ষণে চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন। তারা মাদকবিরোধী ও সন্ত্রাস দমনে সচেতনতার ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের দাবি জানান।



সবচেয়ে জনপ্রিয়