আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

থানচি (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০২:৫৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বলিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বিএনকেএস এনজিও বাস্তবায়নে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায়, বলিপাড়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াঅং মারমা সভাপতিত্বে, বিএনকেএস এনজিও প্যারামেডিক ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উবাথোয়াই মারমা সঞ্চালনায়, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া উপ স্বাস্থ্য কেন্দ্রে উপ সহকারী মেডিকেল অফিসার ডাক্তার মেথোয়াইংচিং মারমা, বিএনকেএস এনজিও ট্রেনিং অফিসার পারমিতা চাকমা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মংওয়েসিং মারমা, বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈমং মারমা ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার গোপাদেবী চাকমা প্রমুখ। এছাড়া বিভিন্ন পেশাজীবীদের মধ্যে থেকে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আলোচনা করা হয়। কমিটির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে মানুষের সৃষ্টি দুর্যোগ কমিয়ে আনার লক্ষ্যে কাজ চলমান বলে জানানো হয়। প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায় কামনা করা হয়েছে।