আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির জামছড়ি এবং ঘুমধুমের সীমান্ত এলাকা দিয়ে বিস্ফোরণের শব্দে আতঙ্ক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍‍্যংছড়ি : | প্রকাশের সময় : সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১০:৩০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ির সদর ইউনিয়নের জামছড়ি এলাকার সীমান্ত পিলার ৪৫/৪৬ এলাকার মাঝামাঝি জায়গা দিয়ে রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৯টা পযর্ন্ত থেমে থেমে প্রায় অর্ধশত মর্টারশেল এবং অসংখ্য গোলাগুলির আওয়াজ এসেছে বলে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকাবাসির মাধ্যমে জানা গেছে।তাদের ধারণা উক্ত বিস্ফোরণের তিব্র শব্দ গুলো আসে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভিতরের অনজা ব্রিজ এলাকা নামক জায়গা থেকে। অপরদিকে 

কক্সবাজার ৩৪ বিজিবি অধিনস্ত  তুমব্রু  বিজিবি ক্যাম্পের দায়িত্ব পূর্ণ এলাকা সীমান্ত পিলার ৩৪ এর  বিপরীত  তুমব্রু রাইট সাবেক বিজিপি ক্যম্প বর্তমানে  AA এর দখলরত অবস্থায় থাকা  ক্যাম্প এলাকা থেকে  ২৬ ফেব্রুয়ারি ফেব্রুয়ারী  সোমবার ভোরে ফাঁকা  ফায়ারের  শব্দ এসেছে । সীমান্ত দিয়ে  ফায়ারের শব্দে বাংলাদেশের ঘুমধুম ইউনিয়ন এর  তুমব্রু  এলাকায় আসার ফলে সীমান্ত এলাকায়  বসবাশরত  স্হানীয় লোক জনের মাঝে ভয়ভীতি ও আতংক বিরাজ করছে বলে সুত্রে  জানা যায়। 

এর আগের শনিবার সকালে 

সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক দখলকৃত ২ বিজিপির তুমব্রু লেফট ক্যাম্প থেকে আরাকান আর্মি কর্তৃক ৪ রাউন্ড মাঝারী অস্ত্রের ফায়ারের শব্দ তমব্রু এলাকায় এসেছে বলে স্থানীয় সুত্রে খবর পাওয়া গেছে।