আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ আটক-১

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০৮:৩২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ১১বিজিবি’র বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। 

বুধবার (১৫ জানুয়ারি ) বুধবার  সকাল ৯টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় আষারতলী-মিয়ানমার সীমান্ত এলাকা থেকে  জিয়াবুল হক নামের  এক মাদক পাচারকারীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আষারতলী এলাকার আবুল কালামের পুত্র।

আটক জিয়াবুলকে  ইয়াবাসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয়। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।গোপন সংবাদের ভিত্তিতে 

লে: কর্ণেল ও জোন কমান্ডারের  

দিকনির্দেশনায় এবং উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল এর নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ এই অভিযান পরিচালনা করে।নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট

কর্ণেল এস কে এম কফিল উদ্দিন বলেন,

মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।