বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে এক ত্রিপুরা পল্লীর ১৬টি জুম ঘর পুড়ে ছাই হয়ে যায়।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে ৮নং ওয়ার্ড পূর্ববেতছড়া টঙ্গঝিরি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ ৪ জনকে আটক করে।
অগ্নিকান্ডের পর বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামে একজন লামা থানায় ৭জনের নামে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরে রাতেই পুলিশ লামার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার ৪জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০) মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮) টংগঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং টংগঝিরি পাড়ায় বাসিন্দা মো.ইব্রাহিম (৬৫)।
এদিকে লামার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ায় ত্রিপুরা পল্লীতে ১৬টি ঘর পুড়ার ঘটনায় বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন শেষে লামা থানায় এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার সাংবাদিকদের জানান,ত্রিপুরা সম্প্রদায়ের দুইটি গ্রুপের আধিপত্য ও দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে।এই ঘটনায় গতরাত অভিযান চালিয়ে ৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করে আসামীদের রিমান্ড চাইবে পুলিশ।