আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সীতাকুণ্ডে জায়গা দখলের অভিযোগে প্ৰবাসীৱ সংবাদ সম্মেলন

নিজস্ব প্ৰতিবেদক, সীতাকুণ্ড: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার রামের বাড়ীর ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস ও সুভাস চন্দ্র ঘোষ গং এর বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে দালান ঘর নির্মাণের অভিযোগ ও জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী পরিবার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্ৰভাসী দুর্গা  স্ত্রী শিল্পী রানী দাস অভিযোগ কৱে বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় ছোট ছোট তিন সন্তান নিয়ে বাড়ীতে একা বসবাস কৱছি। সংসাৱে দেখাশোনা করার মতো উপযুক্ত সদস্য নেই। একাকি থাকার সুযোগ নিয়ে স্বামীর দুই ভাই ভূমিদস্যু ভাগিনা সুধাম চন্দ্র দাস পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কেটে দখলে কৱে দালান ঘর নির্মাণ করছে। বাধা দেয়াৱ চেষ্টা কৱাক্ষ জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস খুবই খারাপ প্রকৃতির লোক। কোৰ্ট বিল্ডিংয়ে উকিলেৱ মূহুৱী হয়ে জাল দলিল কবলা সৃজনসহ নানা মামলায় সাধাৱন মানুষদেৱ হয়রানী করেছে। তাঁৱ এমন হিংসাত্নক মানসিকতাৱ হাত থেকে জানমাল ৱক্ষায় প্ৰসাশনেৱ দাৱস্থ হই। কিন্ত উকিলেৱ সহযোগীতা নিয়ে প্ৰশাসনেৱ উপৱ চাপ প্ৰয়োগ কৱছে। গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে একটি মিস মামলা (১১৯২/২০২৪) দায়ের করা হলে বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় নিষেধাক্ষা জারি করে। কিন্তু ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস গং তার তোক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জবর দখল জায়গায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। যা সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আদালতের ১৪৫ ধারা যথাযথ প্রয়োগ করে আমাদের বেদখল হওয়া সম্পত্তি দখলমুক্ত হয় সেজন্য নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরে আমার প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষায় সহযোগীতা কামনা করছি। 

 

এসময় প্রবাসীর ছেলে দূর্জয়, প্রতিবেশী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।