আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সোশ্যাল ইসলামী ব্যাংক সাহেরখালী উপ শাখায় গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:১০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি মিরসরাই উপজেলার সাহেরখালী উপশাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভোরের বাজারে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি বড়দারোগাহাট শাখার ব্যবস্থাপক মো. মাজহারুল হক। 

ব্যাংকের সাহেরখালী উপ শাখার ইনচার্জ মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাহেরখালী হাবিবিয়া গনিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা আনোয়ার উল্ল্যাহ আল মামুন, ব্যাংকের বড়দারোগাহাট শাখার সহকারী ব্যবস্থাপক আশরাফুল আলম, ভোরের বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মাসুদুর রহমান। সমাবেশে বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।