আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

গীর্জায় গীর্জায় বড়দিনের প্রার্থনা

থানচি (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সারা দেশের ন্যায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উৎসব উদযাপন করা হয়েছে।

 

বুধবার সকাল থেকে উপজেলার ১১৫ টি গীর্জায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে ত্রিপুরা, বম, খুমি, খিয়াং ও ম্রো সম্প্রদায়ের লোকজন বিভিন্ন গীর্জায় প্রার্থনায় অংশগ্রহণ করেন। কমলা বাগান পাড়ায় বড়দিনের বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন, ফাদার শুভ্রত বনিফা টলেন্টিনু। এসময় ভক্তরা দেশের মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে কৃপা চেয়ে প্রার্থনা করেন।  

 

বড়দিন উদযাপন উপলক্ষে গত সোমবার উপজেলায় ১১৫ টি গীর্জা পরিচালনা কমিটি সভাপতিদের হাতে ৫০০ কেজি করে আহার্য বাবদ ৫৭.৫০০ মেট্রিক টন খাদ্য শস্য (চাল) বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী।

 

বড়দিন উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবি সদস্যদের বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি বলেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে বিজিবি'র বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। খ্রিষ্টিয়ান জনগোষ্ঠীরা যাতে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।