বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুতুবজোম ইউনিয়নের ৪,৫ ও ৭নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বিকাল ৪টায় কুতুবজোম দাখিল মাদ্রাসার মাঠে কুতুবজোম ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ সিকদারেন সভাপতিত্বে সদস্য সচিব মোঃ মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক। প্রধান বক্তা ছিলেন- মহেশখালী উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, মহেশখালী পৌর বিএনপির আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কুতুবজোম ইউনিয়ন বিএনপির সভাপতি শফি মেম্বার, সদস্য সচিব মোঃ আলমগীর চৌধুরী, মহেশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার পাশা, মহেশখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নছর উল্লাহ, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক এরশাদ উল্লাহ। এছাড়াও কুুুতুবজোম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।