আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সন্দ্বীপে সংবাদকর্মীদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা মিল্টন ভূইয়ার মতবিনিময়

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়  সাংবাদ কর্মিদের সাথে মতবিনিময় করছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য  মিজানুর রহমান ভূইয়া মিল্টন। ২৫ ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় সন্দ্বীপ প্রেস ক্লাবে এ মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি জানান সন্দ্বীপের মানুষের মৌলিক অনেক গুলি সমস্যা বিদ্যামান, এ সময় সমাধানে বিগত পতিত সরকার কোন কাজ করে নি, বরং কাজের নামে কমিশন বানিজ্য হয়েছে, আগামীতে সন্দ্বীপের মানুষের মাথা বিক্রি করে কোন কমিশন বানিজ্য করতে দেয়া হবে না।  দ্বীপের যে সমস্যা গুলি বিদ্যমান রয়েছে, বর্তমান অন্তবর্তী সরকারের সাথে সমন্বয় করে আমরা কাজ করতে চাই। গুপ্তছড়া কুমিরা নৌ রুটে  যাত্রা হয়রানি বন্ধ করা, সীতাকুণ্ড সন্দ্বীপ  ফেরি সার্বিস দ্রুত বাস্তবায়ন, উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সে মানুষ যাতে দ্রুত চিকিৎসা সেবা পায় সে সমস্যা সহ দ্রুত সমাধানের জন্য কাজ করার চেষ্টা অব্যহত রাখবো। 

এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিমুল কবির মনির তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, এম এ হাশেম, প্রথম আলো প্রতিনিধি নুরুল আনোয়ার,  দৈনিক সকালের সময় প্রতিনিধি বাদল রায় স্বাধীন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রিদোয়ানুল বারী,  দৈনিক সমকাল প্রতিনিধি সাজিদ মোহন, বিজয় টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন মনি, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট  প্রতিনিধি ইলিয়াছ সুমন, গ্লোবাল টিভি প্রতিনিধি রিয়াদুল মামুন সোহাগ, আজকের পত্রিকা প্রতিনিধি মিজানুর রহমান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন, সন্দ্বীপ সংযোগ ফসিউল আলম  প্রমুখ।