আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

জমকালো আয়োজনে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের বনভোজন অনুষ্ঠিত

সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৪২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের  বনভোজন অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার  (২৫ ডিসেম্বর ) কাছিয়াপাড় বাঁশবাড়িয়া ফেরিঘাটে  এ বনভোজনের আয়োজন করা হয়।

 

বনভোজনকে আনন্দদায়ক করার জন্য সাগর পাড়  স্পটে অতিথি এবং প্রশাসনের কর্মকর্তা ও তাদের পরিবারের   অংশগ্রহণে  বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বনভোজনের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন  প্রতিযোগিতার উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার পৌর প্রশাসক  ভূমি অংছিং মারমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস,  উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, সোনালী ব্যাংক ম্যানেজার বেলাল উদ্দিন,  উপজেলা কৃষি কর্মকর্তা মেসবাহুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল,  উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন,  উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম, উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ,  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন,  উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আনোয়ার হোসেন,

 উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক মানস নন্দী, উপজেলা শিক্ষা প্রকৌশল কর্মকর্তা মহসিন, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশা, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু,  সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত  সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখা সভাপতি ইলিয়াছ সুমন, সাংবাদিক ইসমাইল হোসেন মনি ও সাংবাদিক হাসানুজ্জামান সন্দ্বীপি।   পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দীন।  বনভোজনে সর্বশেষ আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র যাতে দেড় লক্ষ টাকা পুরস্কার ছিল।