আজ রবিবার ১৬ জুন ২০২৪, ২রা আষাঢ় ১৪৩১

লামায় পিকআপ উল্টে শ্রমিক নিহত

বেলাল আহমদ, লামা : | প্রকাশের সময় : বুধবার ২২ মে ২০২৪ ০৪:৫৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বদরটিলা নামক স্থানে পিকআপ দুর্ঘটনায় মোঃ জাহাঙ্গীর (২৯) নামে একজন শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৭ জন শ্রমিক গুরুত্ব আহত হয়েছে। আহতদের  উদ্ধার করে চকরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বুধবার ২২ মে সকাল ৭টার দিকে বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ও আহত শ্রমিকরা চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। তৎক্ষনাৎ তাদের পরিচয় পাওয়া যায়নি।

 

শ্রমিক মাঝি বদি আলম বলেন, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ঢালায় কাজে যাচ্ছিলেন গাড়িতে ১৫ জন শ্রমিক ছিল। বদরটিলা এলাকায় উঁচু পাহাড় উঠার পথে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির চাপা পড়ে মোঃ জাহাঙ্গীর (২৯) নামে একজন নিহত হয়। আরো ৭ জন শ্রমিক আহত হয়েছে। 

 বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুদ্দিন আহমেদ বলেন, শুনামাত্র সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।