রাউজানের নোয়াপাড়ায় যুবদল নেতা মাসুদ পারভেজ ও সাগরের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নোয়াপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের ব্যানারে। ২২ নভেম্বর শুক্রবার বিকালে দয়াময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে কয়েক শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন স্থানীয় প্রতিববেশী শিরিন বেগম। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রীমা আক্তার, ছকিনা বেগম, নুসরাত জাহান, সখি আক্তার, মোহাম্মদ ফরহাদ, শামসুল আলম, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আজিজ প্রমূখ। তাদের অভিযোগ গত ১৪ নভেম্বর স্থানীয় খায়েজ আহম্মদের ছেলে কামাল উদ্দিনের নেতৃত্বে মূখোশ পড়া অন্ত্রধারী এলোপাতাড়ি গুলিতে গুলিবৃদ্ধ হয় মাসুদ পারভেজ ও সাগর। বর্তমানে নোয়াপাড়া পুরুষ শূন্যে বলে দাবি করেন। তারা রাতে গুলির শব্দে নির্ঘুম রাত কাটাতে হয় বলে দাবি করেন। সাংবাদিক সম্মেলনে সাখি আক্তার প্রশ্ন তুলে বলেন, সন্ত্রাসী কামাল পুলিশ নিয়ে কিভাবে আমাদের ঘর তল্লাশি করে। পুলিশ কিভাবে গ্রামের নিরহ পাঁচ জন যুবককে আটক করে কারাগারে পাঠায়। তিনি আরো বলেন, প্রতিরাতে কামাল এলোপাতাড়ি গুলি ছোড়ে এলাকায় আতংক সৃষ্টি করে।