আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

লামায় অবৈধ ইটভাটায় জ্বালানী কাঠ পোড়ানো ও পাহাড় কাটার দায়ে প্রশাসনের অভিযানে ২লক্ষ টাকা জরিমানা

বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি। | প্রকাশের সময় : সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ ০৮:০০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামার ছাগল খাইয়া এলাকায় অবৈধ ইট ভাটায় পাহাড় কাটা ও জ্বালানী কাঠ পোড়ানো দায়ে প্রশাসনের অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

 

 লামা পৌরসভাস্থ ছাগলখাইয়া হেডম্যান পাড়া  এলাকায় অবৈধভাবে জ্বালানী কাঠ পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে 

SMB ব্রিকস প্রো:শামসুদ্দিন,লামা কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন,২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৫০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। অবৈধভাবে ইট পোড়ানো,পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।লামা বন বিভাগ,লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও  লামা থানার সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে।

 

সোমবার(১৩ জানুয়ারী)দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লামা উপজেলার নির্বাহী অফিসার (অ:দা:) ও সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটার মালিকদের সতর্ক করেন। 

 

লামা উপজেলার নির্বাহী অফিসার (অ:দা:) ও সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন কোন ইটভাটার অনুমতি দেওয়া হয়নি বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় আজ ছাগল খাইয়া এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।