আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

লামা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত বে-সরকারী ভাবে মোস্তফা জামাল নির্বাচিত

বেলাল আহমদ, লামা (বান্দরবান) : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মে ২০২৪ ০৮:০৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানের লামা উপজেলায় দ্বিতীয় বারের মত বে-সরকারী ভাবে মোস্তফা জামাল নির্বাচিত হয়েছে।

 

মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪১ কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শুরু হয়।

 

লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রার্থী মোস্তফা জামাল ২০৬৬৭ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রার্থী 

মোটরসাইকেল পেয়েছে ১৬০১৬ ভোট।ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে প্রদীপ কান্তি দাশ, প্রজাপতি প্রতীক সুলতানা নাজমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,লামা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দু’জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন লামা উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে ২২৩টি বুথে ৮২ হাজার ০৩ জন ভোটার রয়েছে।