রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছে শাহিন আলম (২২) নামে এক শ্রমিক। নিহত শাহিন আলম ভাইট্টাপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।
রবিবার (২৮নভেম্বর) বিকালে সাড়ে চারটার দিকে লংগদু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়দ্যাম বাদুরতলা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লংগদু মুসলিমব্লক থেকে মাইনী পর্যন্ত সড়ক নির্মাণের মাটি ভরাটের জন্য এক ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের মাটি বিক্রয় করা হয়েছে, সে পাহাড়ের মাটি কাটতে গিয়েই মাটি চাপা পড়ে শাহিন আলম মারা যায়।
একই সাথে মো. নাসির নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিককে ইবনেসিনা হাসপাতালে লংগদু তে ভর্তি করা হয়েছে। দুজনেই উক্ত উপজেলার বাইটাপারা এলাকার আব্দুল হামিদ এর ছেলে আব্দুল কাদের জুয়েল এর গাড়িতে দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করে আসছেনl
লংগদু থানার অফিসার ইননচার্স (ওসি) মো. আরিফুল আমিন জানান, বড়াদম এলাকায় পাহাড় কাটতে গিয়ে একজন মাটি চাপা পড়ে মারা যাওয়ার খবর পেয়েছি। মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কাল পোস্টমর্টেম এর জন্য রাঙামাটি মর্গে পাঠানো হবে।