আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাজস্থলী উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ ০৬:১৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা  প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ মে) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র  এর সভাপতিত্বে  সম্মেলন কক্ষে এই আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।এতে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রবার্ট ত্রিপুরা, আদোমং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি প্রতিনিধি এস আই আমিনুর রহমান। 

 

সভায়  উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংগঠিত অপরাধ পর্যালোচনা, সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত পর্যালোচনা, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, সড়ক যোগাযোগসহ সিন্ধান্ত গ্রহণ করা হয়।পরে রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়। এতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভায় অতিথি বৃন্দ।