সারাদেশে ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ দেবী সরস্বতী মায়ের প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়েই শেষ হলো বান্দরবানের থানচিতে সরস্বতী পূজা উৎসব।
মঙ্গলবার বিকালে বলিপাড়া সনাতনী বাণী অর্চনা সংঘের উদ্যোগে, বলিপাড়া সনাতনী পূজা উদযাপন পরিষদ আয়োজিত, তিনদিন ব্যাপী শ্রী শ্রী সরস্বতী পূজা উৎসব সমাপনী দিনে সাঙ্গু নদীর ঘাটে দেবী সরস্বতী প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়েই শেষ হলো সরস্বতী পূজা উৎসব।
এবারে থানচিতে ৬ষ্ঠ তম সরস্বতী পূজা উদযাপন পরিষদের অন্যতম প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করেন, পলাশ কর্মকার, বলিপাড়া সনাতনী পূজা উদযাপন পরিষদ সভাপতি, মিঠুন পাল ও সাধারণ সম্পাদক নয়ন ঘোষ। তাঁরা বলেন, অন্যান্য বারের তুলনায় এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজারী ও দর্শকদের সংখ্যাও অনেক বেশি হয়েছে। তিনদিন ব্যাপী শ্রী শ্রী সরস্বতী পূজা উৎসবটি ঘিরে এই এলাকার সকল শ্রেণী, বর্ণ ও ধর্ম নির্বিশেষে শান্তিপূর্ণ ভাবে সকলের কাছে মিলনমেলা রূপে পরিনত হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি), বলিপাড়া জোন অধিনায়ক ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, সাবেক বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসাউ মারমা, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মংসিংউ মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গণি, বলিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মংওয়েসিং মারমা ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সজল কর্মকার প্রমুখ।