![](https://thedailyshangu.com/storage/demo-picture/dead-daillybangladesh-2210080915.jpg)
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সন্ধ্যা রাস্তা পারাপারের সময় মহাসড়কের চৌধুরী ঘাটা অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে চান মিয়ার নামের স্থানীয় এক লোক মারা যায়।
অন্যদিকে, কোট্টা বাজারে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এছাড়া আরও ৫ জন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতলে প্ররন করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে গাড়িটিকে থানায় নেন হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে ইনচার্জ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারালে দুই জন লোক মৃত্যু বরন করেন। অপর ঘটনাটি রাস্তা পারাপারের করার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান। কোট্টা বাজারে নিহত মানিক হোসেন ( ৩৫) ও রিনা আক্তারের বাশবাড়িয়ার বাসিন্দা বলে জানান তিনি।