পুলিশের সংস্কার কোন রাজনৈতিক দল চায়নি। তবে পুলিশকে হাতিয়ার হিসাবে সবাই ব্যবহার করেছে। সরকারি দল, বিরোধী দল যারাই যেভাবে পেরেছে পুলিশকে ব্যবহার করেছে। রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে আসার জন্য এখন পুলিশ নিজেই নিজেদের সংস্কার চাচ্ছে। বান্দরবানে সুধীগনের সাথে মতবিনিময় সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এসব কথা বলেন।
সোমবার বিকেলে বান্দরবান পুলিশ লাইনে আইন-শৃঙ্খলা নিয়ে এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির মাওলানা আবদুচ ছালাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, "বাংলাদেশের কোন রাজনৈতিক দল সরকার বা বিরোধী দলে থাকা অবস্থায় মতবিনিময় সভায়, টকশোতে, রাজনৈতিক সভায় বা কোনো সমাবেশে কখনো পুলিশ সংস্কার নিয়ে কোন কথা বলেননি। শুধু আপনারা যেভাবে পেরেছেন পুলিশকে ব্যবহারই করেছেন। পুলিশ সবাইকে চিনে ফেলেছে। তাই পুলিশকে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।"
সমাবেশে ডিআইজি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশের কর্মদক্ষতা বাড়াতে সাধারণ জনগণের সহায়তা চেয়েছেন। সভায় স্থানীয়রা বান্দরবানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
রোববার দু’দিনের সফরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বান্দরবান সফরে আসেন। এর আগে তিনি বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডারসহ সরকারের গুরুত্বপূর্ণ সংস্থার উধ্বর্তন কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠকে মিলিত হন।