নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার'সীমান্ত পিলার ৪৪ এবং ৪৫ এর মধ্যবর্তী যায়গা দিয়ে মিয়ানমার অভ্যন্তর থেকে আধা ঘন্টা ধরে
থেমে থেমে ২৫ টি বিস্ফোরণের শব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা এসেছে। জানা গেছে দুই নভেম্বর শনিবার
সকাল ৮ টা ৩১ মিনিট থেকে
সকাল ৯ টা পর্যন্ত মিয়ানমার অভ্যন্তর থেকে কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ গুলো শুনতে পান সীমান্ত এলাকার,বাবুল হোসেন,ফরিদ আলম এবং কলাবাগানের পরিচর্যায় থাকা কৃষক জোবায়ের।উল্লেখ্য বর্তমানে নাইক্ষ্যংছড়ি পুরো সীমান্ত এলাকার মিয়ানমার অংশে পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে মিয়ানমারের বিদ্রোহী আরকান আর্মির সদস্যরা। ধারণা করা হচ্ছে, মিয়ানমার অভ্যন্তরের নাইক্ষ্যংছড়ি সীমান্ত বরাবর মিয়ানমার অংশে সরকার নিয়ন্ত্রিত কোন বাহিনীর অস্তিত্ব এখন নেই তবুও বিভিন্ন সময়ে গোলাবারুদ বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা যায় তীব্র গতিতে। সীমান্ত এলাকার অনেক বলেন,চলতি সময়ে মিয়ানমার সরকার সমর্থিত আরও একটি বিদ্রোহী সংগঠন জান্তা বাহিনীর পক্ষ হয়ে আরকান আর্মির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হয়তো উক্ত বিদ্রোহী দুই গ্রুপের মাঝে আধিপত্যের প্রতিযোগিতায় ব্যবহারিত গুলাবারুদের বিস্ফোরিত শব্দগুলো সীমান্ত এলাকায় শুনতে পাওয়া যায়।