আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমে প্রতিবন্ধী বাঙ্গালী নারীকে ধর্ষণ করলো দুই তঞ্চঙ্গ‍্যা যুবক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জুন ২০২৪ ০১:০৩:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

২ জন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ছেলে কর্তৃক ১ জন বাঙালী নারী ধর্ষণ করেছে বলে জানা গেছে।

বুধবার ১৯ জুন বিকেল ৫ টার সময়  নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঙ্গামুরং নামক এলাকায় গৃহপালিত গরু চড়াতে গেলে তাহেরা বেগম নামে ১ জন প্রতিবন্ধী বাঙালী নারীকে ২ জন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ছেলে কর্তৃক ধর্ষিত হয়।এসময় স্থানীয় জনতা তাদের দেখতে পেলে নুনু তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল হতে পালিয়ে যায় এবং অন্য ধর্ষনকারী জীবন তঞ্চঙ্গ্যাকে ধরে স্থানীয়রা ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

ধর্ষনকারীর কারি দুজনের নাম

জীবন তঞ্চঙ্গ্যা (২০),

পিতা মংসু তঞ্চঙ্গ্যা,

সাং- হেডম্যান পাড়া, ৩নং ওয়ার্ড, ঘুমধুম, ইউনিয়ন।

 

অপর জনের নামঃ নুনু তঞ্চঙ্গ্যা (২৫),

পিতাঃ মংসু তঞ্চঙ্গ্যা,

সাং- হেডম্যান পাড়া, ৩নং ওয়ার্ড, ঘুমধুম, ইউনিয়ন।

 

ধর্ষিতার শিকার হওয়া প্রতিবন্ধী নারীর নাম তাহেরা বেগম (২২),

পিতাঃ আলী হোসেন,

সাং- তুমব্রু উত্তর পাড়া, ৩নং ওয়ার্ড, ঘুমধুম,ইউনিয়ন।জনতা কর্তৃক আটক হওয়া জীবন তঞ্চঙ্গ্যাকে ঘুমধুম ইউনিয়ন পরিষদ হলরুমে আটকে রাখা হয়েছে  বলে জানা যায় এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ঘুমধুম পুলিশ তদন্তকে খবর দেয়া হয়েছে। উক্ত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বাঙালী ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে যাতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ছড়াতে না পারে সে বিষয়ে    সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সতর্ক করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে,নাইক্ষ‍্যংছড়ি থানার ওসিকে কয়েকবার ফোন করেও ফোন রিসিভ না করাতে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।