নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেছেন,উপজেলা আইন-শৃংখলা পরিস্থিতি মোটামুটি ভাল। তবে সীমান্তের কারণে আইন-শৃংখলা বিঘ্ন ঘটছে । তাই সীমান্তরক্ষীদের আরো বেশী সজাগ থাকা উচিত বলে মনে করেন এ কর্মকর্তা। তিনি শিক্ষা ক্ষেত্রে ,পাহাড় কাটার ক্ষতির বিষয়ে ,বালু উত্তোলনে পরিবেশ নষ্ট আর জ্বালানী ও খুচরা তেল পাচার বিষয়েও বিস্তারিত আলোকপাত করেন এ সভায়।
এছাড়া দৌছড়ির উক্যাচিন হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় ও ফাত্রাঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দু'শিক্ষকের বিষয়ে তদন্তপুর্বক প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধক্রমে নির্দেশ প্রদান করেন।বিশেষ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন,আইন শৃংখলা কমিটির সদস্যরা নিরেপক্ষ ও সুষ্ঠ নির্বাচনের পক্ষে বক্তব্য রেখেছেন। যা সকলের দাবী। তাই তিনি এ বক্তব্যের সাথে তিনিও একমত।
তিনি বলেন, আগামী ২১ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবশ্যই সুষ্ট,নিরেপক্ষ ও সুন্দর হবে। এতে কোন সন্দেহনেই।থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন,আইন-শৃঙ্খলা ভালো আছে। সীমান্তের ঘটনা দেখবাল করেন বিজিবি।
চুরি-ছিনতাই বিষয়ে তার টহল দল বাড়ানো হবে।বিশেষ করে আগামী ২১ মে উপজেলা পরিষদ সুষ্ট ও সুন্দর করতে আমরা বদ্ধপরিকর।
সোমবার ( ১৩ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কৃষি কর্মকর্তা ইনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: প্রবীর দেব,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম, রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাঈনুল হক,নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,আহবায়ক আবদুল হামিদ,প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আবদুর রশিদ, সদস্য জয়নাল আবেদীন টুক্কু সহ সরকারী- বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।