আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে: রাতের বেলায় গোলাগুলির আওয়াজ মিয়ানমার অভ‍্যন্তর থেকে

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ মে ২০২৪ ০৫:১২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি- মিয়ানমার সীমান্তের ৪৮ নাম্বার সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমার অভ‍্যন্তর থেকে সোমবার রাত ৯টা থকে প্রায় ৪০ মিনিট পযর্ন্ত কিছু সময় অনবরত আবার কিছুক্ষণ থেমে থেমে গোলাগুলির শব্দ নাইক্ষ‍্যংছড়ির অভ‍্যন্তরে শুনতে পেয়েছেন সীমান্তের নিকটবর্তী লোকজন। ফুলতলীর মোঃ নুর এবং মিজান জানান,তারাও শুনেছেন রাতের গোলাগুলির শব্দ। বতর্মানে মিয়ানমার অংশের সীমান্ত এলাকার ঘুমধুম থেকে দৌছড়ি ইউনিয়নের সর্বশেষ সীমা পযর্ন্ত  মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।তাদের প্রতিপক্ষ মিয়ানমার সরকার নিয়ন্ত্রিত কোন বাহিনীর অবস্থান  নেই,তারপরেও কেন গোলাগুলির আওয়াজ এলো এমন প্রশ্ন সীমান্ত এলাকাতে বসবাসকারী মানুষের ? আবার অনেকেই ধারণা করছেন, আরকান আর্মির সদস্যরা মাঝে মধ্যে অন‍্য আরো দু একটি বিদ্রোহী সশস্ত্র গ্রুপের হামলার আতঙ্কে ভুগেন তারা,সে কারণে মাঝেমধ্যে অনর্থক দিক বিদিক ফায়ারের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে তাদের সক্রিয়তার জানান দেন।উল্লেখ্য সোমবার রাতে গোলাগুলির আওয়াজ আসা ৪৮ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে গত ১২ মে রোববার নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বামহাতির ছড়ার মৃত্যু বদিউজ্জামানের ছেলে মোঃ আবুল কালাম(২৯) বাংলাদেশ থেকে শুকনো খাদ্য পণ্য নিয়ে ভোর বেলায়  মিয়ানমারের ভিতরে বিক্রি করতে গেলে সকাল ৮ টার সময় তার মাথায় দুটি গুলি করে নির্মমভাবে হত্যা করে বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির সদস্যরা। নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবছার জানান,সীমান্ত এলাকা এখন শান্ত রয়েছে নতুন করে কোন সমস্যার কথা তিনি শুনতে পাননি।