আজ রবিবার ২৩ জুন ২০২৪, ৯ই আষাঢ় ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ১৫ জুন ২০২৪ ০৮:৩৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি জাহাঙ্গীর  আলম কাজলের পিতা মোঃ এমদাদ মিয়া(৮৫) বার্ধক্য জনিত সমসা নিয়ে শনিবার সন্ধ্যা ৬টার সময় তার গ্রামের বাড়ি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বালোবাসাতে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তিনি ৪ ছেলে এবং দুই মেয়ে সন্তানের জনক ছিলেন,তার পারিবারিক সুত্রে জানা যায় রবিবার সকাল ১০টার সময় জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজলের পিতার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন,নাইক্ষ‍্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।