আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

নাইক্ষ‌্যংছড়ি'র ঘুমধুমে নব-নির্মিত ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করলেন দূর্যোগ সচিব

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ৯ জুন ২০২৪ ০৯:৩৩:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

কক্সবাজার জেলার উখিয়া টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর লক্ষে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের পাহাড় পাড়ায় নব-নির্মিত ২টি ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেছেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান (এনডিসিসি)।

শনিবার (৮ জুন ) দুপুর তিনটার দিকে তিনি ট্রানজিট ক‌্যাম্প ২টি পরিদর্শন করেন।পরিদর্শন কালে সচিব নব নির্মিতব্য ট্রানজিট ক্যাম্প ঘুরে-ফিরে দেখেন। এবং নির্মাণ কাজে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে কথা বলেন।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন সেল প্রধাণ মো: হাসান সরওয়ার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দুজা নয়ন সহ অপরাপর সফর ঙ্গীরা।পরে ট্রানজিট ক‌্যাম্প পরিদর্শন শেষে তিনি গাড়ী যোগে কক্সবাজারের উদ্দেশ্যে ঘুমধুম ত্যাগ করেন বলে জানা যায়।