আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুন ২০২৪ ০৭:১৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

পুলিশই জনতা, জনতাই পুলিশ’ 

এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি থানার উদ্যোগে থানা'র কম্পাউন্ডে এ সভার আয়োজন করা হয়। 

নাইক্ষ্যংছড়ি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আব্দুস সাক্তার এর পরিচালনায় থানা'র  অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান এর  সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,থানা'র  সেকেন্ড অফিসার মো: নাজমুল হাসান। 

উক্ত ওপেন হাউজ ডে অনুষ্টানের সভাপতি   ওসি মো: আব্দুল মান্নান বলেন পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

পুলিশ নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

এস আই সৌরভ বড়ুয়া, 

এ এস আই মনোজ দেওয়ান, জয়দেব, এরশাদ উল্যাহ

সহ জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।