আজ রবিবার ৩০ জুন ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১

নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়,চোরাচালান অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ০৯:৪৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বৃহস্পতিবার ২৭জুন  সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২ পযর্ন্ত  নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ জাকারিয়ার  সভাপতিত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন 

মোঃ তোফাইল আহমেদ চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ। কামাল উদ্দিন ভাইস চেয়ারম্যান, 

ইসমাত জাহান ইতু সহকারী কমিশনার(ভূমি), নাইক্ষ্যংছড়ি সানজিদা আক্তার রুনা মহিলা ভাইস চেয়ারম্যান, মাঈনুদ্দিন খালেদ, সভাপতি, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রতিষ্ঠাতা সভাপতি, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব। মোহাম্মদ হোছাইন, উপ-পরিচালক, গোয়েন্দা সংস্থা এনএসআই, নাইক্ষ্যংছড়ি।

ইনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা, নাইক্ষ্যংছড়ি।

ডা: প্রবীর দেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোহাম্মদ মাঈনুল হক, রেঞ্জ কর্মকর্তা, নাইক্ষ্যংছড়ি।

মোহাম্মদ সেলিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, নাইক্ষ্যংছড়ি। নুরুল আবছার, চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ সহ প্রমুখ বিভিন্ন সরকারি/বেসরকারি/গোয়েন্দা সংস্থা/এনজিও সংস্থা/বিজিবি/পুলিশ ও সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বক্তারা সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা বন্ধে ও অবৈধ মায়ানমার রোহিঙ্গা প্রবেশ রোধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সীমান্তের নিরাপত্তা বিষয়ের প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানানো হয়।