আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

নাইক্ষ্যংছড়ি ইউএনও নিজের সম্মানীর টাকা, অনুদান হিসেবে প্রদান করলেন মেধাবী শিক্ষার্থীকে

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : সোমবার ১০ জুন ২০২৪ ০৯:৫১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকারিয়া নিজের প্রাপ্ত সম্মানীর টাকা আর্থিক অনুদান হিসেবে প্রদান করলেন উপজেলার এক মেধাবী শিক্ষার্থীকে। 

জানা যায়,সোমবার (১০ জুন) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে ইজিপিপি' থেকে প্রাপ্ত সম্মানীর ১০,০০০/= (দশ হাজার) টাকা মেধাবী শিক্ষার্থী আবদুল কাইয়ুম এর হাতে তুলে দেন নাইক্ষ্যংছড়ি  উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়া। মেধাবী শিক্ষার্থী আবদুল কাইয়ুম নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ থেকে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে। পরবর্তীতে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থী আবদুল কাইয়ুম প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হতে যাচ্ছে। 

অনুদান প্রদানকালে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন,

আবদুল কাইয়ুমের মতই এগিয়ে যাক নাইক্ষ্যংছড়ির আগামীর প্রজন্ম। তিনি আরো বলেন,আব্দুল কাইয়ুমকে এই সামান্য অনুদান প্রদান করতে পেরে নিজের কাছে খুব খুশি লাগছে। এবং  সকল শুভ আর কল্যাণের সাথে সব সময় পাশে আছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ।