আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মাহাবুবুর রহমান শামীম

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ০৬:৪১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম বলেছেন,মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই বিপ্লবে বিএনপির প্রত্যক্ষ ও পরোক্ষ অংশ গ্রহন ছিল। পরর্বতীতে এক দফা আন্দোলন গন আন্দালনে রুপ নিলে শেখ হাসিনা টিকতে না পেরে ভারতে পালাতে বাধ্য হয়। সুতরাং অন্তর্তবতীকালনীন সরকার সহ প্রত্যেক ক্ষমতাসীনদের জন্য জুলাই বিপ্লব শিক্ষা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ৩টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজা'র সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে সভাপত্বি করেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং। 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

জনসমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দেশকে ধংসযজ্ঞে পরিণত করেছে। উন্নয়নের নামে দেশে লুটপাট আর দুনীর্তি করে তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে। এসময় বক্তারা দুনীর্তিগ্রস্থ আওয়ামীলীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান ।

এদিকে সমাবেশের আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দুপুরে বান্দরবান পৌর এলাকার রাজারমাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন  ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে মিছিলে রাজপথে শ্লোগান দিয়ে মুখরিত করে তোলো।