আজ বৃহস্পতিবার ৯ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

থানচিতে ব্যাংক ডাকাতি মামলায় গাড়ি চালকসহ ২ আসামী দুই দিনের রিমান্ডে

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ২১ এপ্রিল ২০২৪ ০৬:৩৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি মামলায় কেএনএফের সহযোগী সন্দেহে গ্রেপ্তারকৃত ২আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামীরা হলেন,ব্যাংক ডাকাতি ঘটনার সময় কেএনএফ সন্ত্রাসীদের বহনকারী চাঁদের গাড়ির চালক মো: কফিল উদ্দিন ও সোর্স ভানুনুয়াম বম। রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টায় দুই আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের এজলাসে হাজির করা হয়। এসময় রাষ্ট্র পক্ষ আসামীদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আদালত উভয় পক্ষের শুনানী শেষ ২ জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে। পরে আসামিদের আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলহাজতে নিয়ে যাওয়া হয়। বান্দরবানের কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে আর এ ঘটনায় চারটি মামলা করা হয়। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে। এর আগে ২ এপ্রিল রাতে রুমা বাজারের মসজিদ ও সোনালী ব্যাংকে হামলা চালায় কেএনএফ। অপহরণ করে নিয়ে যায় ব্যাংকের ম্যানেজারকে। এ ঘটনায় বর্তমানে রুমা ও থানচিসহ বান্দরবানের পাহাড়ে সন্ত্রাস দমনে যৌথবাহিনীর অভিযান চলছে।