আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীতে প্রবীণ দিবস পালন

থানচি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১ নভেম্বর ২০২৪ ০৮:৩০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

"প্রবীনগণ অভিজ্ঞ শিক্ষক, আসুন আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি" এই প্রতিপাদ্যকে নিয়ে বান্দরবানের থানচিতে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর আয়োজনে প্রবীণ দিবস পালন করা হয়েছে।

 

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী আয়োজনে তিন দিন ব্যাপী প্রবীণ দিবস উদযাপনের শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ধর্মপল্লীর অন্তর্ভুক্ত মন্ডলীর অধীনে বিভিন্ন পাড়ার খ্রীষ্ট ভক্তরা প্রবীণ দিবসে অংশগ্রহণ করেন। 

 

প্রবীন দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ধর্ম প্রদেশপাল আর্চবিশপ সুব্রত হাওলাদার সিএসসি। নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার শীতল হিউবার্ড রোজারিও সিএসসি সভাপতিত্বে প্রবীণ দিবস অনুষ্ঠিত হয়। 

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী সহকারী পাল পুরোহিত ফাদার সমির পিটার ডি রোজারিও সিএসসি, সিস্টার হাউজ সুপারিয়র সিস্টার রোজ সুলেখা চাম্বুগং আরএমডিএম, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাইস্কুলে প্রধান শিক্ষক সিস্টার বেনেডিক্টা পেরেরা আরএমডিএম, সিস্টার বৃষ্টি আরএমডিএম ও নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী সেক্রেটারি রেমন্ড ত্রিপুরা প্রমুখ। এছাড়া ধর্মপল্লীর অন্তর্ভুক্ত এলাকার বিভিন্ন পাড়ার কারবারি, মিশনারি স্কুল শিক্ষক, ভক্ত নারী পুরুষ প্রবীণ দিবসে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার লরেন্স ত্রিপুরা।

 

প্রবীন দিবসের ভক্তদের মাঝে সচেতনতা মূলক বিষয়ের উপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম মিল্টন ত্রিপুরা, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, ক্যচু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফায়েল মনিরাম ত্রিপুরা ও কমলা বাগান ত্রিপুরা পাড়া কারবারি প্রেমুজ ত্রিপুরা।

 

এছাড়া প্রবীণ দিবস উপলক্ষে মেডিকেল ফ্রি চিকিৎসা সেবা প্রদান, বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা ও কুমারী মারিয়ার উদ্দেশ্য শোভাযাত্রা আয়োজন করা হয়।