আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আলীকদমে শান্তিপূর্ণ ভোট চলছে

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ১২:৪৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়সূচী অনুযায়ী ৩য় ধাপে আজ ২৮ নভেম্বর বান্দরবানের আলীকদম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে গতকাল শনিবার বিকাল থেকেই উপজেলা সদর ও আশেপাশে আইন-শৃঙ্খলার দায়িত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশ রয়েছে।

 

চেয়ারম্যান পদে ১নং আলীকদম, ২নং চৈক্ষ্যং, ৩নং নয়াপাড়া ও ৪নং কুরুকপাতা ইউনিয়নে সরকার দলীয় নৌকা প্রতীকের পাশাপাশি ৩টি ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী প্রার্থী রয়েছে।

চৈক্ষ্যং ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন জয়নাল আবেদীন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে আলীকদম উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া সরকারি প্রাথমিক কেন্দ্র ও কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এসে দেখা যায় কোন গোলযোগ ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র চলছে।

নিবার্চন অফিস থেকে জানা গেছে, ৪টি ইউনিয়নে ৪ জন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে থাকলেও এতে বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে মোট চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৯ জন।

 

চার ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১১২ জন ও সংরক্ষীত নারী পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সূত্র জানায়, চার ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০ হাজার ৭৭৮ জন। এরমধ্যে ১নং আলীকদম ইউনিয়নে ১০৮৬০ জন, ২ নং চৈক্ষ্যং ইউনিয়নে ৮৬৬২ জন, ৩নং নয়াপড়া ইউনিয়নে ৫৪৪৯ জন ও ৪ নং কুরুকপাতা ইউনিয়নে ৫৮০৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৬ টি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন অবাধ ও সুস্থভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা রয়েছে। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, আলীকদম, নয়াপাড়া ও কুরুকপাতায় আ.লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে চৈক্ষ্যং ইউপিতে বিএনপি নেতা জয়নাল আবেদীন আ.লীগ প্রার্থীরা চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে।

সর্বশেষ খবরে জানা গেছে, আলীকদম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রার্থী আব্দুল মতিন ভোটকেন্দ্রের পাশে ভোটারদের ডেকে ডেকে বিরানীর পেকেট বিতরণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্টেট কাজী আতিকুর রহমান সংশ্রিষ্ট প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।