আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন

আনারস প্রতীক দিদারুল আলম এগিয়ে

মোবারক হোসেন, খাগড়াছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মে ২০২৪ ০৯:৪৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফলে আনারস প্রতীকের দিদারুল আলম বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। উপজেলা পরিষদ থেকে নির্বাচনী ফলাফলে সবশেষ ১৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলেও এগিয়ে আছেন আনারস প্রতীক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘোষিত ফলাফলে ৪১ কেন্দ্রের মধ্যে ১৩ কেন্দ্রের ফলাফলে ১১হাজার ২৪৭ ভোট পেয়ে আনারস প্রতীকে দিদারুল আলম এগিয়ে আছেন। ৫হাজার ৭৯৭ দোয়াত কলম সন্তোষিত চাকমা ২হাজার ৪০০ভোট, মটরসাইকেল প্রতীক মো. আকতার হোসেন ২হাজার ৪৪ভোট, কৈ মাছ প্রতীক জ্ঞান রঞ্জন ত্রিপুরা ৮৭৬ ভোট, সুশীল জীবন ত্রিপুরা টেলিফোন ১৩০ ভোট পেয়েছেন।

অপর সূত্রগুলো দাবি করছে ৪১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮কেন্দ্রের বেসরকারি ফলাফলে আনারস প্রতীকে দিদারুল আলম ১৭হাজার ২০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোটরসাইকেল প্রতীক মো: আকতার হোসেনে ৫হাজার ৩৪৫ ভোট, দোয়াত কলম সন্তোষিত চাকমা পেয়েছেন ৫হাজার ৮৭ ভোট, কৈ মাছ প্রতীক জ্ঞান রঞ্জন ত্রিপুরা ৩হাজার ৭২২, টেলিফোন প্রতীক সুশীল জীবন ত্রিপুরা ৬২৪ এবং নাঙ্গল প্রতীক নজরুল ইসলাম পেয়েছেন ৬৩ ভোট। তবে নির্বরযোগ্য সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা সম্ভব হয় নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুরবর্তি কেন্দ্র গুলোর ফলাফল এসে পৌছায়নি। এদিকে ফলাফল ঘোষণার পর শহরে আনারসের বিজয়ের খবরে বিজয় মিছিল করেছে কর্মী সমর্থকরা। 

নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন (মোটরসাইকেল), গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞান রঞ্জন ত্রিপুরা (কৈ মাছ) জাতীয় পার্টির নজরুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা (টেলিফোন) ও ভারত প্রত্যাগত নেতা সন্তোষিত চাকমা (দোয়াত কলম) প্রতীকে লড়াই করছেন।

খাগড়াছড়ি সদর উপজেলায় ভোট কেন্দ্র ৪১টি। মোট ভোটার ৯২ হাজার ৮৬৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯ জন।