নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের প্রথম সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ বলেছেন,
সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে মিলেশিশে কাজ করতে চাই। জেলার এমপি বীর বাহাদুর উশৈসিং এর পরামর্শে স্বচ্ছ ও সুন্দরভাবে দায়িত্বপালন করে মানুষের সেবা করে লক্ষ্য পুরণ করা আমার স্বপ্ন । তাই দুর্নীতিমুক্ত -সুন্দর সমাজ বিনির্মানের মধ্যমে এ কাজ করে ে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন এখন আর ভেদাভেদ নয়-চাই ঐক্য। এখন সময় এসেছে সরকারের উন্নয়নমুখী কাজের সফুল মানুষের দোর গোড়ায় পৌঁছানো। যে দায়িত্বপালন করা আমাদের সকলের দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমরা সবাই আন্তরিক হবো এ আমাদের প্রত্যায়।
তিনি বুধবার ( ১৯ জুন) সকাল ১১ টায়
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সভায় সঞ্চালনা করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা,এনএসআইর উপ-পরিচালক মোহাম্সদ হোসাইন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শাহ আজিজ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাবেক সভাপতি শামিম ইকবাল চৌধুরী,আহবায়ক আবদুল হামিদ,সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন ও মো: ইউনুছ প্রমূখ।
সভা শেষে পরিষদ চেয়ারম্যানকে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয় নিজ নিজ অফিসে
দাপ্তরিক কাজ শুরু করেন।
উল্লেখ্য, গত ২১ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্রপ্রার্থী
অধ্যাপক তোফাইল আহমদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।