উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানের লামা উপজেলায় ৪১ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ।
নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতা প্রতিরোধ ও ভোটারদের নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এবার উপজেলা নির্বাচন ভোটে লামা উপজেলায় মোট ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,লামা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দু’জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন লামা উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে ২২৩টি বুথে ৮২ হাজার ০৩ জন ভোটার রয়েছেন।
অন্যদিকে লামা উপজেলায় লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে আনারস প্রার্থীর মোস্তফা জামাল ভোট দিয়েছেন। ভোটারের উপস্থিতি চিত্র অনেকটাই কম দেখা গেছে।
লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রার্থী মোস্তফা জামালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটর সাইকেল প্রতীকে মো.জাকের হোসেন মজুমদার। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে প্রদীপ কান্তি দাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন তালা প্রতীকে জাহেদ উদ্দিন,চশমা প্রতীকে আব্বাস উদ্দিন সেলিম,উড়োজাহাজ প্রতীকে সাইদুর রহমান। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফটবল প্রতীকে মিল্কি রানী দাশ,প্রজাপতি প্রতীক সুলতানা নাজমা,কলসি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈশালী বডুয়া।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার কামরুল হাসান চৌধুরী জানান,বেলা ১১.০০ টা পর্যন্ত ১৬.১১ ভোট কাস্ট হয়েছে, আমরা একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছি।