আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা

বেলাল আহমদ, লামা (বান্দরবান): | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৪২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামার ফাইতং ও মানিকপুর এলাকার ইট ভাটা সরকারি নির্দেশ লংঘন করে কার্যক্রম চালানোর দায়ে প্রশাসনের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

ফাইতং ও মানিকপুর এলাকায় YSB, 4BM, UBN নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চলে। অভিযানে YSB ইটভাটাকে ২ লক্ষ, UBN ও 4BM ইটভাটাকে পৃথকভাবে ১ লক্ষ করে ৩ টি পৃথক মামলায় মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ৯০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয় এবং পানি দিয়ে YSB ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বুধবার(২৫ ডিসেম্বর)দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

 

লামা সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন কোন ইটভাটার অনুমতি দেওয়া হয়নি বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় আজ ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় YSB নামক এক ইটভাটায় চুল্লী জ্বলন্ত অবস্থায় পাওয়া গেলে সেটি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। এছাড়া প্রায় ৯০০ ঘনফুট কাঠ জব্দ করে বনবিভাগের জিম্মায় দেওয়া হয় এবং ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

একই সময়ে অন্য দুটি ইটভাটাকে পাহাড় কর্তনের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।পরিবেশ ধ্বংশ কারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা থানা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ এবং পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।