আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবান প্রেসক্লাব পুর্নগঠন কল্পে, সাধারন সভা অনুষ্টিত

বান্দরবান প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ অগাস্ট ২০২৪ ০৭:৩৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান প্রেসক্লাব পুর্নগঠন কল্পে, কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে এক সাধারন সভা অনুষ্টিত অনুষ্টিত হয়েছে। ৬ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে সিনিয়র সাংবাদিক আল ফয়সাল বিকাশের সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন শাহরিয়ার, এইচ এম সম্রাট, জহির রায়হান,মো: ইসহাক, নজরুল ইসলাম টিটু, মংচানু মার্মা, ক্যমুইঅং মার্মা, ইসমাইল হাসান, আবুল বাশার নয়ন, মংকিং মার্মা, সুফল চাকমা, মংচিংহাই সহ ৪০জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতারা বলেন, ১৯৭৭ সাল থেকে বান্দরবান প্রেসক্লাব গঠিত হলেও গুটি কয়েক সাংবাদিক প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে। এসব ব্যক্তিরা দীর্ঘ বছর ধরে প্রেসক্লাবের কোটি কোটি টাকার সম্পদ লুটপাট চালিয়েছে। এসময় তারা বলেন,বান্দরবানে কর্মরত সকল সাংবাদিক প্রেসক্লাবের সদস্য হওয়ার অধিকার রাখে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে,স্থানীয় অর্ধশত সাংবাদিক ২০/২২৫ বছর ধরে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কাজ করে আসলেও তাদের সদস্য করা হয়নি। যার ফলে বৈষম্য বিরোধী সাংবাদিকদের আন্দোলনের মুখে সভাপতি পদ থেকে আমিনুল ইসলাম বাচ্চু লিখিত ভাবে পদত্যাগ ও কমিটি বিলুপ্ত ঘোষনা করে বিক্ষুদ্ধ সাংবাদিকদের হাতে প্রেসক্লাবের দখল ছেড়ে দেয়। খুব দ্রুত সকল সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবের কমিটির পুর্নগঠন করা হবে বলে তারা জানান।