আজ রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১
নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রামে

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় মারা গেল গৃহবধূ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : সোমবার ২৪ জুন ২০২৪ ১০:৪১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রামে মই দিয়ে কাঠাল পাড়তে গিয়ে আহত গৃহবৃধ  রামুর একপল্লী চিকিৎসকের ইনজেকশনে মারা গেছে বলে অভিযোগ উঠেছে।  এ গৃহবধুর নাম নূর জাহান বেগম ( ৬২) সে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আদর্শ গ্রামের একাংশ ও কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তুলাতলির বাসিন্দা  হাকিম আলীর স্ত্রী। নুর জাহান বেগম নাইক্ষ্যংছড়ির ভোটার। হাকিম আলী কচ্ছপিয়ার ভোটার। 

এ ঘটনাটি নিয়ে নুর জাহানের ভাইদের পক্ষে দাবী করা হয় 

তাকে যড়যন্ত্র করে মারা হয়েছে। 

তবে উভয় বক্তব্য  নিয়ে এখনও চুড়ান্ত অনুসন্ধান শেষ হয়নি। পরে বিস্তারিত জানানো হবে। ঘটনাটি ঘটেছে সোমবার ( ২৪ জুন) বিকেলে।  বর্তমানে মৃতের ময়নাতদন্তের জন্যে ককসবাজার পাঠানো হয়েছে।