আজ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত সড়কে সশস্ত্র অবস্থায় বিদ্রোহী আরকান আর্মির দুই সদস্যের ঘোরাঘুরি

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ৩ এপ্রিল ২০২৪ ১২:০৫:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার বাংলাদেশের ভিতরে আরাকান আর্মির(AA) ২সদস্য সশস্ত্র অবস্থায় জামছড়ি এলাকায় প্রবেশ করে কিছুক্ষণ পরে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায় বলে জানা গেছে।

২ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটের সময় নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন জামছড়ি বিওপির আওতাভুক্ত  সীমান্ত পিলার ৪৫ নং এলাকায়  মিয়ানমারের অভ্যন্তর থেকে এসে আরাকান আর্মি AA,২ জন সদস্য সশস্ত্র অবস্থায় নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকার  অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে। ঐ সময় উক্ত মিয়ানমারের বিদ্রোহী আরকান আর্মির দুই সদস্য সীমান্ত পিলার-৪৫ সংলগ্ন সীমান্ত সড়ক  এলাকায় কিছু সময় অবস্থান করে ফিরে যান মিয়ানমারের অভ‍্যন্তরে।