আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
সম্রাট সভাপতি ও জহির রায়হান সাধারন সম্পাদক

সাংবাদিক ইউনিয়ন বান্দরবানের কমিটি গঠিত

বান্দরবান প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ০৭:১৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এর বান্দরবান কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সাধারন সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সকল সাংবাদিকদের কন্ঠ ভোটে মো:হোসাইন সম্রাটকে সভাপতি,মংচানু মার্মাকে সহ-সভাপতি,জহির রায়হানকে সাধারন সম্পাদক,মো: হাসান ইসমাইলকে যুগ্ন সাধারন সম্পাদক,মো: ইসহাকে কোষাধ্যক্ষ, রেজভী রাহাতকে দপ্তর সম্পাদক ও নজরুল ইসলাম টিটুকে ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক, মো: আবুল বাসার ছিদ্দিকীকে ১ নং নির্বাহী সদস্য ও আবুল বাসার নয়নকে ২নং নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সাংবাদিক অধ্যাপক মো: ওসমান গনি,আমিনুল ইসলাম বাচ্চু,মো: মোজাম্মেল হক লিটন,মিনারুল হক,মো: নাছিরুল আলম,মো:সাদত উল্ল্যা,সাফায়েত হোসেন,উজ্জল তংচঙ্গ্যা,আল ফয়সাল বিকাশ,এনএ জাকির,সাইঞো বাটিং মার্মা,শৈকত দাম,ক্যমুই অং মার্মা,মো:জমির উদ্দিন,মো:আলী,আলাউদ্দীন আল আজাদ আলিফ,উথোয়াইচিং রনি,মো: নুরুল কবির,অনিক ইসলাম,ফারুক আহম্মদ,মিঠুন কান্তি দাস,মো: ওমান গনি,কিকিউ মার্মা,রিমন পালিত,আজিজ উল্ল্যাহ,রশিদ আহাম্মদ ও মো: আবু বক্কর ছিদ্দীক। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে কমিটি ঘোষনা করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুএতে সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিনারুল হক ও সপ্তাহিক বান্দরবান পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন।