আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি দুই সীমান্ত পিলার এলাকা দিয়ে গোলাগুলির আওয়াজ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জুন ২০২৪ ০৭:১০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার দুটি সীমান্ত পিলার এলাকা দিয়ে গোলাগুলির আওয়াজ বাংলাদেশ অভ‍্যন্তরে এসেছে বলে সীমান্ত এলাকায় বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।সোমবার রাত ৯ টা ২০ মিনিট থেকে রাত ১০ টা ৩০ মিনিট পযর্ন্ত,৪২ এবং ৪৩ সীমান্ত পিলার এলাকা দিয়ে থেমে থেমে প্রায় ২৫ রাউন্ড গুলি ফাইয়ারের শব্দ নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত এলাকায় শুনা যায় বলে জানান,মোঃ বাবুল এবং আইয়ুব। জামছড়ি এলাকার মোঃ রহমান জানান,তাদের  সীমান্ত পিলার ৪৬/৪৭ এলাকা দিয়ে গত এক মাসের ভিতরে কোন গোলাগুলি,স্থল মাইন বিস্ফোরণের শব্দ মিয়ানমার থেকে আসেনি,তাদের সীমান্ত এলাকার বতর্মান পরিস্থিতি একেবারেই শুনশান। নাইক্ষ‍্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন,সীমান্ত পরিস্থিতি একেবারেই শান্ত।উল্লেখ্য চলতি সময়ে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার আওতাধীন ঘুমধুমের ৩৪ পিলার থেকে দৌছড়ি ইউনিয়নের টার্গো ছড়া ৫৫ নং পিলার পর্যন্ত আগের মত মর্টার শেল,তিব্র আকারের গোলাগুলির প্রকট আওয়াজ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা আসেনা এখন।একাধিক সুত্রে জানা যায় বতর্মানে বাংলাদেশ -মিয়ানমার সীমান্ত এলাকার মিয়ানমার অংশের প্রায় জায়গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে,তাদের ঐ এলাকায় কোন প্রতিপক্ষ না থাকাই আগের মত গোলাবারুদ   বিস্ফোরণের আওয়াজ এখন আর তেমন আসছে না।