আজ শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ফুলতলী সীমান্ত পিলার এলাকা দিয়ে বিস্ফোরণের আওয়াজ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ০১:৩০:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মিয়ানমারের অভ্যন্তর থেকে মর্টার শেল বিস্ফোরণের শব্দ এসেছে। 

সোমবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা ২০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের  ফুলতলী  সীমান্ত পিলার ৪৭ এলাকা দিয়ে মিয়ানমারের অভ‍্যন্তর থেকে  মিয়ানমারের ভিতর থেকে ৪/টি  মর্টার শেল বিস্ফোরণের আওয়াজ  সীমান্ত এলাকায় আসে বলে সীমান্ত এলাকায় থাকা মোঃ রহমান জানান । উল্লেখ্য গত বেশ কয়েকদিন ধরে উক্ত সীমান্ত এলাকা দিয়ে বিস্ফোরণের কোন  আওয়াজ সীমান্ত এলাকায় আসেনি।ধারণা করা হচ্ছে ঐ সীমান্ত  এলাকার মিয়ানমারের ভিতরে হয়তো নতুন করে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সঙ্গে সে দেশের সরকার নিয়ন্ত্রিত বাহিনীর মাঝে সংর্ঘষ হওয়ার কারনে বিস্ফোরিত শব্দ বাংলাদেশের অভ্যন্তরে এসেছে।