কোন বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি চলবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
তিনি বলেন, দখলদারিত্বের রাজনীতির কারণে স্বৈরাচারের জন্ম হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে স্বৈরাচারের কবর রচিত হয়েছে। কোনভাবে যেন স্বৈরাচারের দোসররা ঢুকে না পড়ে, সেজন্য দখলমুক্ত হওয়া ক্যাম্পাসগুলোর খোঁজখবর রাখবো আমরা। ছাত্র জনতার কথা ও পরামর্শে দেশ চলবে এখন থেকে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন শেষে সমন্বয়ক রাফি এসব কথা বলেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে ক্যাম্পাসের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীর্ঘ প্রায় পাঁচ বছর আওয়ামী লীগের অবৈধ দখলদারিত্বের কথা কথা শুনে বিস্ময় প্রকাশ করেন সমন্বয়কেরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তারা সবসময় শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকবেন বলেও জানিয়েছেন।