নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় টাস্কর্ফোসের বিশেষ অভিযানে ১৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও বিপুল পরিমান বিস্কুট উদ্ধার করা হয়।
জানা যায়,১৮ মে রাত সাড়ে ১১ টার সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এসএস আই) এর গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাকারিয়া নেতৃত্বে উপজেলা প্রশাসন, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশসহ টাস্কর্ফোস দল বিশেষ অভিযান চালিয়ে মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় টাস্কর্ফোস দল অভিযানে ১৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও বিপুল পরিমান বিস্কুট উদ্ধার করে। এই সময় অভিযানিক দল ও উপস্থিত ব্যক্তিদের উপস্থিতিতে উদ্ধারকৃত চোলাই মদ গুলি ধ্বংস করা হয়। উদ্ধারকৃত বিস্কুট গুলি পরবর্তী যথাযথ ব্যবস্থার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী জানায়,মায়ানমারে পাচারের জন্য চোরাকারবারীগণ এই চোলাই মদ ও বিস্কট গুলি মজুদ করছিল। প্রায় সময় এই পথ দিয়ে অকটেন,বিস্কুটসহ খাদ্য সামগ্রী মায়ানমারে পাচার হচ্ছে বলে একাধিক সূত্রে জানা যায়। এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাকারিয়া বলেন,মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও টাস্কর্ফোসের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানের ফলে উপজেলা নির্বাহী অফিসারসহ টাস্কর্ফোসকে এলাকাবাসী ধন্যবাদ জানান।