আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটাই প্রশাসনের অভিযানে ধ্বংস

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:২০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়ায় কে-আর-ই ব্রিক ফিল্ড সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩অনুযায়ী অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও বান্দরব্ন পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের  ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ  মাজহারুল ইসলাম চৌধুরী পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় ইটভাটা ভেঙ্গে  গুঁড়িয়ে দেয়া হয়। তিনি বলেন পাহাড় কাটা,বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।

এ সময় বান্দরবান পরিবেশ অধিদপ্তর'র সহকারী পরিচালক রেজাউল করিম,পরিদশক নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়াসহ ফায়ার সার্ভিস,আনসার বাহিনী ও ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা তৈরি করার প্রস্তুতকালে (কে আর ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।