আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের এক ট্রাক ইস্পাত ও লোহা নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাঁধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে সেনাবাহিনী ওই মালামাল জব্দ করে থানা পুলিশের কাছে প্রেরণ করলে পরিস্থিতি শান্ত হয় । সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোনের গেইটে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চায়না ইকোনমিক জোন থেকে ইস্পাত ও লোহা নিয়ে একটি ট্রাক গেইট থেকে বের হলে স্থানীয় লোকজন ওই ট্রাক আটকে দেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। এসময় স্থানীয় লোকজনের সাথে কথা বলে মালামালসহ ওই ট্রাক থানা পুলিশের কাছে প্রেরণ করেন।
এবিষয়ে চায়না ইকোনমিক জোনের প্রতিনিধি ও কর্ণফুলী টানেলের নির্বাহী প্রকৌশলী শাহেদুজ্জামান বলেন, ওই মালামাল গুলো ইকোনমিক জোনে অস্থায়ী ক্যাম্প করার জন্য আনা হয়েছিল। এখন সমস্যা সৃষ্টি হওয়ায় পুলিশের সহযোগিতায় মালামাল পুণরাই ইকোনমিক জোনে নিয়ে আসছি।
লোহার দাবীদার আবদুল গফুর জানান, আমরা চায়না ্ইকোনমিক জোনের কর্তৃপক্ষ থেকে ওই লোহা ক্রয় করেছি। স্থানীয়রা আমাদের ভুল বুঝেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, আমরা কাগজপত্র দেখে ট্রাকসহ মালামাল ইকোনমিক জোনে ফিরে দিয়েছি।