আনোয়ারা উপজেলা বটতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ‘তাকরিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ নামে একটি প্রাইভেট মাদ্রাসায় ১২ বছরের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে হাফেজ মাওলানা মুফতী আসআদ তালহা (৩২)নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী এলাকায় এ এঘটনা ঘটে। ঘটনা পর স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত শিক্ষককে পুলিশ ও সেনাবাহিনী আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় । এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মাদ্রাসার ভবনের একটি ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে হুজুর থাকেন। বউ-বাচ্চাকে বাপের বাড়ি পাঠিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে ওই শিক্ষক। এরআগেও দুই মাস আগে এরকম একটি অভিযোগে উঠে তার বিরুদ্ধে। সেটা সমাধান করে ফেলে। গতকাল রাতের ঘটনায় সকাল থেকে পুরো এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকও ভেতর থেকে তালা আটকে বসে থাকে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে।
ভিকটিমের পিতা জানান, সোমবার সকালে বাড়িতে এসে কান্নাজড়িত কন্ঠে আমাদের মাদ্রাসার শিক্ষকের নির্যাতনের ঘটনা বলে। আমরা তাকে নিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু মাদ্রাসার শিক্ষক ভেতর থেকে তালা দিয়ে আটকে সেখানে বসে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মাদ্রাসার ভবনে একটি ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে ওই শিক্ষক থাকেন। বউ-বাচ্চাকে বাপের বাড়ি পাঠিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে। দুই মাস আগেও এরকম একটি অভিযোগে উঠে তার বিরুদ্ধে। সেটা সমাধান করে ফেলে। গতকাল রাতের ঘটনায় সকাল থেকে পুরো এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকও ভেতর থেকে তালা দিয়ে আটকে সেখানে বসে থাকে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, আটক তালহা ওই মাদ্রাসার শিক্ষক ও পরিচালক। ঘটনার পর পুলিশ ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।